![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
আমার ডানদিকে ও বামদিকে
সামনে ও পিছনে
থাকতে পারে ধন দৌলত ও মুক্তো
আমি ধ্যান জ্ঞানের লোক
কবিতায় ঝড় ওঠলো
আমি কবিতার কলম পিতাদের হাতে
তুলে দিলাম
আমি পিতা ,আমার পিতাও পিতা,
সঙ্গে আমার পুত্র , সেও পিতা তুল্য,
যার কাছে হাত তুলেছি ;দুই পিতার জন্য
তারও আছে স্নেহ পিতৃস্নেহ তুল্য
এ এক অবাক পিতার জগতে সঙ্গ
সব পিতা সুখে থাক
প্রার্থনা পিতাদের জন্য।
২
রোজ রোজ পিতা
পিতা হাটুর বাঁধনে শরীরের গেরতে
পিতা কনুই আর বুকের ভেতরে
পিতার কবরের পাশে দাড়ায়
পিতার পাঞ্জাবীর গন্ধ পায়
গায়ের ঘামের গন্ধ আসে
স্মৃতি থেকে
অবাক পিতা চলে গেলে
আমার অল্প বয়সে আমাকে ছেড়ে
তুমি বেঁচে থাকলে তোমার বসার জায়গায়
হেলান ইজি চেয়ার এনেদিতাম
পান এনে দিতাম দোকান থেকে
যখন আমি হাটতে শিখলাম
তখন তুমি চলে গেলে
তোমার জামায় তালি
পানি পড়ে ঘরের চালে
আজ আমি চাকরি পেয়ে আরাম করে
টাকায় শুয়ে
গড়ে দেব কি সোনার মিনার তোমার
কবরের উপরে?
তুমি পিতা সুখে থাক কবরের মাঝে
আত্মার জগতে।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: পুরাই পিতাময় লেখা! ভাল্লাগছে!
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫
খালিদ১২২ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮
ফারহানা তাবাসসুম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে.. খুব সুন্দর লাগলো.. আমি আমার বাবা কে খুব ভালো বাসি ... বাবা পাশে না থাকলে আমি কিছুই না..