![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
মুক্তির জায়গা থেকে ঘামের বুদবুদ
বিষ তৈরি হয়েছে অন্তরাত্মা থেকে
মেয়াদ উত্তর্ণ মেধা, পস্তাতে পস্তাতে
হাড় গেল প্রায় ফেটে , যাব যাব করে যায়নি প্রার্থনালয়ে
যাওয়া হয়নি, মাথা ধরে গেছে পাথরে বসে আছি
আমি ধ্যানে আমার প্রভূর কাছে যাব বলে
প্রভূ আমাকে তুলে নিও তখনি
যখন ভাল হবে ,মুক্তির দরজা খুলে যাবে
সাত পাপে ডুবে আছি, প্রভূ বিরোধীরা হাসছে
পাপ আমার মুক্তির ছলনা মাত্র।
জীবনে একটি বার হলেও প্রভূর দূতের স্বাদ নিয়ে
দেখব সে স্বভাবের ভেতরে সুখ আছে কিনা।
জীবনে একটি বারও কি মানুষের জন্যে রাস্তায় নেমেছি?
জীবনে একটি বারও কি মানুষের জন্য প্রার্থনা করেছি?
৬
বিনা কারনে রক্ত গেল ভেসে
নিষ্পাপ শিশুর প্রাণ রাস্তায় গড়াগড়ি
অন্ধকারে ঘর , মানুষ পর, আর বাড়াবাড়ী
কাঠগড়ায় নির্দষী,মুক্তি পেল দোষী
অযাথা কথা মিথ্যা আর অজানা পথে উপাসনা
শহরের আর গ্রামের ব্যবধান, মানুষের ব্যবধান
পোশাকের ব্যবধান, মূল্যহীন গরীবেরা
মজুরী চেয়েছিল শ্রমীক পায়নি
দাম পায়নি ফসলের কৃষকেরা
ঠকেছে আদর্শবাদী, চাকরি পায়নি মেধাবী
রক্তচক্ষু বের করে তাকায় প্রভূরা
নির্দোষে মার খেল প্রজা
সত্য বলেছিল সে, বোকা বনে যায় জ্ঞানীরা
বই এর পৃষ্ঠা পাল্টে গেল,ভেড়া বনে গেল বিরেরা।
©somewhere in net ltd.