![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
1
আরণ্যককে বেধে রেখ না
ইট আর বই এর পাতায়
শহরের ফুলে ও শিক্ষায়
আরণ্যককে ছেড়ে দাও
সমুদ্র নদী ঘাট পানি
তীর কুল গাছ পালা প্রাণী
তাই নিয়ে তার জগত গড়তে দাও
তাকে ফেলে দিয়ে এসো
বনে , আজ্ঞাবহ সৃষ্টিকুলের মাঝে
ও ফিরে আসবে তারপরে অনেকদিন পরে
ধ্যান শেষ করে শহরের মাঝে
বড় বড় চুলে
ময়লা আর গাছ মেখে
অনেক জ্ঞান বিলিয়ে দেবে
শহরে জন্ম আরণ্যকের
শহরের ছেলে
যেতে দাও তাকে পৃথিবী থেকে
মহাযজ্ঞ মহাপারে ও মহাধ্যানে।
২
আরণ্যক সেই যে জন্ম নিলে তারপরে
ধ্যনে চলে গেলে
আর ফিরলে না
চলনা সভ্যতার ধুলো মেখে আসি
পূজিবাদের ধুলো মেখে আসি
ভোগ পৃথিবীর তামাসা দেখে
আবার ধ্যানে বস
আরণ্যক সভ্য পৃথিবীতে গেল
লতা পাতা ধ্যান ফেলে দিল
সভ্যতার দংশন দেখে আরণ্যক মুগ্ধ হল
মানুষ যেন এখানে ইটের তৈরি
আকাশটা চেনে না
মিথ্যা রীতিতে ঘেরা ভেতরটা আলাদা
এভাবে চলে
আরণ্যক পূজিবাদ আর ভোগের যুদ্ধে
একদিন যেতেনি
এখানকার প্রিয়সি ও সমাজ আরণ্যককে কোন দাম
দেয় না।
যজ্ঞ করে আসা আরণ্যক ইট কাঠের মাঝে
অবহেলায় ঘেরা।
3
আরণ্যক সভ্যতার প্রতিটি প্রভাতে
তোমার মহাকাল তোমার আনমনে
তোমার প্রিয়সি তোমার অপেক্ষাতে
আরণ্যক তুমি কি প্রেম নিবেদন করবে না?
আরণ্যক কত কাল ধ্যানে রবে?
আরণ্যক উদাস আরণ্যক
নষ্ট পাখির নীড়ের আরণ্যক
আরণ্যক প্রিয়সি তোমায় কেদেয় রইলো
শুয়ে । আরণ্যক বলে ফেল তাকে
বুক খুলে আপন করে জড় করে জিবটা
তারপরে বড় করে আরণ্যক বলে ফেল
তোমার প্রিয়সিকে কষ্ট দিও না।
©somewhere in net ltd.