![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
আরণ্যক এই তোমারে বুক এই আত্মা
স্বর্গ নরকের মাঝে বেঁচে থাকা
আরণ্যক চায়ের দোকানে, বইতে
লুটেপটি প্রেমিকোর প্রেমে
আরণ্যকের প্রেমিকা মরে গিয়য়েছে
সেই কবে
পিতা মরেছিল আরণ্যকে ছয় বছর বয়সে
মা মরেছিল তারো আগে
পিতা আরণ্যককে চুল ধনে টানে
মা টানে তার ডানা ধরে হাত ধরে
ওগো আরণ্যক ঘরে ফের সন্ধ্যা হল
গরু বাছুর লুটিয়ে গেল ঝড়ে
প্রতিদিন সকাল হলে আরণ্যক গরু নিয়ে
মাঠে যাবে
কে আরণ্যককে ডেকে দিবে
পিপড়ার কামড়ে আরণ্যক ঘুম থেকে ওঠে
ওগো আরণ্যক কে তোমায় শিক্ষা দিবে
দেখ তারা চাদ প্রেমে বন্দী হয়ে হাসে
আরণ্যক কে তোমায় সত্য শিক্ষা দিবে
গাছের পাতারা বিনয়ী হয়ে লুটিয়ে পড়ল
আপন কাজে
আরণ্যকের সদা সত্য কাজে
আরণ্যক তুমি মহাকালে
আরণ্যক দেখ তোমার মাথাতে
গাছের দেওয়া ফুল পড়ে থাকে
আরণ্যক তোমার নদী সমুদ্র প্রভাতে
তোমার বিনয় বন্দী কাধ দেখেতে
মজা লাগে।
2
দেখ মেলে বুনোহাস প্রকৃতি
সমুদ্র দুধারে মেলা
ছোট ছোট মেঘ করে
আকাশে ছোট ছোট খেলা
মেঠোপথে আমার রাখাল ছেলে
আমার আদরের ছেলে আরণ্যক
যায় সেভাবে
যেভাবে ঝরনার পানি পড়ে দুধারে
ওগো কবির ছেলে রাখাল বালক
তোমার কেউ নেই
বাড়ী ফের কখন
সবসময় দেখি রাস্তায় দেখি তোমাকে
দেখি পাহাড়ের সাথে?
৩
মহাকালে ঝড় ওঠেছে
পাহাড়ে ঝড়
আরণ্যক তোমার গরু বাছুর ঝড়ে
আরণ্যক প্রিয়সী তোমার ঘরে ডাকে
আরণ্যক পাহাড়ে কতকাল রবে
কবির আদরের আরণ্যক , তরুণ আরণ্যক
লাঠিতে ভর দিয়ে দাড়িয়ে রইলে
তোমার ঘর গেল ঝড়ে উড়ে
দয়া করে ফের তুমি ঘরে।
৪
আরণ্যক ঘটা করে যজ্ঞ করে কি পেলে?
সভ্য পৃথিবীতে তোমার কতটুকু দাম হবে?
প্রভূর দড়ি গলায় পরে থেকে
সভ্য পৃথিবীকে কি পাওয়া যাবে?
সেই যে প্রেমিকাকে হারালে
আনমোনা মেয়েটিরে সাথে
বাসর হয়েছিল কি তোমার সাথে?
তোমাকে কাপুরুষ ভেবে
চলে গেল কি মেয়েটি অবশেষে?
আরণ্যক ধ্যান ভেঙ্গে ফেল
বস্তুবাদী আর জড়বাদী হয়ে ওঠো কিছুদিন
কিছুদিন হও প্রভুকে ভুলে থাকা লোক
আরণ্যক সেটা কি সম্ভব হবে?
আরণ্যত তাই করল অবশেষে
কিছুদিন থেকে যজ্ঞ বন্ধ করে
ফেলে দিল সে পাহাড় স্মৃতির পটকে
আরণ্যক প্রেমেও পড়ল অবশেষে
আরণ্যক ভোগ তামাশায় পড়ে
দীর্ঘদিন কেটে গেল পাহাড় থেকে এসে
শহর আর সভ্যতার মাঝে
আরণ্যক ভুলে গেলে তোমার প্রভূকে
ভোগবাদ তামাশার মাঝে
লিখতে হবে তোমাকে নিয়ে আরো বেশী করে
তুমি কি থাকো লুকোচরি চিত্রপটে
পরবর্তীতে আরণ্যকের কি হল
লিখব পরের চিত্রপটে।
৫
আরণ্যক সেই যে জন্ম নিলে তারপরে
ধ্যনে চলে গেলে
আর ফিরলে না
চলনা সভ্যতার ধুলো মেখে আসি
পূজিবাদের ধুলো মেখে আসি
ভোগ পৃথিবীর তামাসা দেখে
আবার ধ্যানে বস
আরণ্যক সভ্য পৃথিবীতে গেল
লতা পাতা ধ্যান ফেলে দিল
সভ্যতার দংশন দেখে আরণ্যক মুগ্ধ হল
মানুষ যেন এখানে ইটের তৈরি
আকাশটা চেনে না
মিথ্যা রীতিতে ঘেরা ভেতরটা আলাদা
এভাবে চলে
আরণ্যক পূজিবাদ আর ভোগের যুদ্ধে
একদিন কিংবা একবারো যেতেনি
সবাই তার সরলতাকে ব্যবহার করেতে ছাড়েনি
এখানকার প্রিয়সি ও সমাজ আরণ্যককে কোন দাম
দেয় না।
যজ্ঞ করে আসা আরণ্যক ইট কাঠের মাঝে
অবহেলায় ঘেরা।
©somewhere in net ltd.