![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
আরণ্যক অনার্স ফাইনাল পরীক্ষাটা আর দিল না
আমি বললাম পরীক্ষা দিলে না কেন?
আরণ্যক বলল যে শিক্ষাব্যবস্থা আমাকে ভাল কৃষক
হতে বলেনি
ভাল রাজমিস্ত্রি হতে শেখায়নি
ভাল জেলে কিংবা কাঠুরে হতে উতসাহিত করেনি
শুধু শিখিয়েছে ভাল প্রশাসনিক কর্মকর্তারাই মানুষ
আর ভাল আমরারাই মানুষ।
আমার সে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার দরকার নেই।
যে শিক্ষা ব্যবস্থা গ্রামের ছেলেটিকে ইট কাঠে বন্দি করে
শহরের ছেলে করে দিয়েছে
গ্রামের ছেলেটিকে আর গ্রামে ফিরে যেতে দেয়নি
যে শিক্ষা শুধু ভোগবাদ আর ভাতের থাল শিখিয়েছে
গ্রামকে ঘৃণা করতে শিখিয়েছে
গ্রামকে অসভ্য মনে করতে শিখিয়েছে
সে শিক্ষা আমার দরকার নেই।
২
আরণ্যক যে প্রিয়সী ব্যথা পেয়ে ডুকরে ডুকরে কাদছে
কাদতে কাদতে যার বুক ভেঙ্গে গেল
তোমাকে নিয়ে চিন্তা করতে করতে যে
কয়েকদিন উপস রয়ে গেল
যে তোমাকে ভালবাসে হাজার বছরের হাটা পথের মতন
নিস্বঙ্গতার মাঝে স্বপ্নের মতন
চোখের অঝর ধারার পানির মতন
আর আরণ্যক তুমি নদীর পাশে একলা বসে আছ
যাও ফিরে যাও ঘরে প্রিয়সির হাতে ধরা দাও
হার স্বীকার কর, কান ধর , ক্ষমা চাও
আরণ্যক দোহায় তোমার কাছে প্রিয়সীকে মরতে দিও না
পুড়তে দিও না ঝরতে দিও না খসতে দিও না
ফিরে যাও নইলে পস্তাবে আরণ্যক , শুধু পস্তাবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: যে শিক্ষা ব্যবস্থা গ্রামের ছেলেটিকে ইট কাঠে বন্দি করে
খালিদ ভাই,
আপনি বলেছেন-
শহরের ছেলে করে দিয়েছে
গ্রামের ছেলেটিকে আর গ্রামে ফিরে যেতে দেয়নি
যে শিক্ষা শুধু ভোগবাদ আর ভাতের থাল শিখিয়েছে
গ্রামকে ঘৃণা করতে শিখিয়েছে
গ্রামকে অসভ্য মনে করতে শিখিয়েছে
সে শিক্ষা আমার দরকার নেই।
সহমত পোষন করছি। গ্রামকে অবহেলিত রেখে শহরতলিতে শান্তি আসে না। উন্নত বিশ্বেও গ্রাম আছে। প্রতিটি গ্রাম যেন এক একটি রাষ্ট্র অংগ!
সেভাবেই ভাবতে হবে আমাদের। গ্রামকে আলোকিত কিরতে হলে অবশ্যই কারিগরি শিক্ষা ও বুনিয়াদী প্রশিক্ষণ দরকার, আরো দরকার শিক্ষা, নৈতিকতা, মৌলিক অধিকারের নিশ্চয়তা। যে গতিতে দেশ চলছে আশা করি, সেদিন আসবেই। তবে পুঁজিবাদ এক ভয়াবহতম ব্যবস্থা। সেই বলয়ের বাইরে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। তবেই কবিতার আকাঙ্ক্ষা পুর্ন হবে!
সুন্দর কবিতা!