![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১.হতাশ হবেন না। প্রত্যেকের জীবনে চাওয়া পাওয়ার কমতি আছে। হয়ত আপনার ভেতরে যা আছে তা অন্যের ভেতরে নেই। অল্পতে তুষ্ট থাকুন।
২.অন্যের ভুল খুব বেশী হাতড়াবেন না। আপনার নিজেরও ভুল ত্রুটি আছে।
৩.নিজেকে খুব বেশী পাপী ভাববেন না। পৃথিবীতে সবাই পাপ করে ।মানুষ মাত্রই পাপ করে।
৪.সৃষ্টিকর্তার রহমত থেকে নিরাশ হবেন না। সৃষ্টিকর্তা কোন মানুষ বা দলের একক সম্পত্তি নন।
৫.পৃথিবী বড়। অনেক মানুষে ভরা।বেড়াতে যান। পৃথিবীকে প্রশস্ত ভাবুন।
৬.যতটুকু পারবেন ভালো কাজ করবেন। ছোট ছোট ভাল কাজকে ছোট ভাববেন না।পাপ কাজ ও নেশাকে যতটুকু পারবেন এড়িয়ে চলবেন।
৭. অন্যের দুঃখ কষ্ট নিয়েও ভাবুন। কি পাননি তা না ভেবে কি পেয়েছেন তা নিয়ে ভাবুন।
৮. সৃষ্টিকর্তাকে শত্রু ভাববেন না। পৃথিবীতে নিজেকে চিরস্থায়ী ভাববেন না।
৯. আপনার দুঃখ একদিন শেষ হবে এটা ভাববেন। নিজের কষ্টগুলোকে সম্মান জানাবেন।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
সুখী হতে হলে জীবনের ৪ টি মৌলিক অধিকারের উন্নয়ন করতে হবে, নিজের ও সবার জন্য: শিক্ষা, চাকুরী, বাসস্হান ও চিকিৎসা।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: সব ঠিক আছে। কিন্তু মনে রেখে জীবন পরিচালনা করে কয়জন?