![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
বিকালটা ছিল মেঘলা ও অন্ধকার
সন্ধায় সমুদ্রে উপরে দেখা গেল না কোন তারা
অরণ্যের মাঝে ছোট কুড়ে ঘরের উপরে নেই কোন চাঁদ
অনেক রাত । আরণ্যকের একলা রাতে ঘুম এলো না
অনেক , অনেক দূরে হচ্ছে আগ্নেয়গিরির বিস্ফরণ
দপদপে অন্ধকারে ঝড় বৃষ্টি এলো বলে
আরণ্যকের গালে হাত
অনেক রাতে ছোট শিশুর কান্নার মত
টিকটিকির ও ঝিঝি পোকার আওয়াজের মত
এই মুহূর্তে তার ঈশ্বর বিশ্বাস ছাড়া আর
কি উপায় থাকতে পারে তার ?
এই মুহূর্তে তার ঈশ্বর বিশ্বাস ছাড়া আর কিইবা করার আছে?
২
অনেক রাতে ঘড়ির টিকটিক শব্দ
রাতে টিকটিকি ঝিঝি পোকার আওয়াজ
দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ
ঘুটঘুটে অন্ধকার, রাতের একটানা ঝড় ও বৃষ্টি
আর দূর থেকে ভেসে আসা ছোট বাচ্চার কান্নার শব্দ
কালো মেঘ,উত্তপ্ত রোদ, আগ্নেয়গিরির বিস্ফরণ ও ভূমিকম্প
হাজার হাজার বছরের বিশ্বাসীদের মতন
আমাকে ঈশ্বর বিশ্বাসী হতে বাধ্য করেছে।
©somewhere in net ltd.