![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আজ আরণ্যকের প্রথম স্কুল। বাবার চাকরির ট্রান্সফারের কারনে বছরের মাঝামাঝি সময়ে তাকে তার বাবা গোরীপুর সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে।
ক্লাস এইট।
নতুন ক্লাসে মোটা ও খাটো একটি স্যার ঢুকলো। নাম আতা স্যার।
এটা প্রথম ক্লাস। সবাই চুপ। আরণ্যক নিজেই স্কুলে এসে মাঝের
দিকের একটি বেঞ্চে বসেছে। কারোর সাথে কথা হয়নি।
আনমনা আরণ্যকের নাম প্রেজেন্টের উত্তর দেওয়া হয়নি। রুল নম্বর কত তার মনে নেই।
স্যার ইতিমধ্যেই পড়া ধরতে ধরতে তার পর্যন্ত চলে এসেছে। আরণ্যক ভাবলো আজ তাকে স্যার মারবে না।
কারন এটা তার প্রথম ক্লাস। সে পড়া জানত না।
স্যার বলল পড়া বলো। তোমার নাম কি?
অারণ্যক বলল ,এটা আমার প্রথম ক্লাস স্যার। আমি পড়া জানতাম না স্যার।
স্যার বড় বড় চোখ করে বলল আজ থেকে মারা শুরু করলে কাল থেকে পড়া করে আসবা। বেড়াল প্রথম দিনেই টাইট করেতে হয়। তারপরে স্যার তাকে বেত দিয়ে পিঠে দুটো শাট দিলো।
আরণ্যক মার খেয়ে দাড়িয়ে রইল। আর বনের ভেতরে বাঘ বাঘ খেলা করছিল। নিজেকে সে কখনো সিনবাদ ভাবে কখনো ভাবে মুগলি।
মায়ের বকুনি শত বকুনি সত্তেও ও সিনবাদ দেখতে ছাড়েনা। কাল রাত নয়টার সময় সিনবাদ হবে । ওজানে কাল মা ওকে সিনবাদ দেখতে দিতে চাইবে না।
কারন লেখাপড়ার ক্ষতি হবে। এখন ও ক্লাস এইটে পড়ে।মাকে বুঝাবে সব পড়া ও অনেক রাত হলেও পড়ে নিবে। প্রয়োজনে কাঁদবে তবু ও আজ সিনবাদ দেখবেই।
আরণ্যক এখনো ক্লাসে দাড়িয়ে আছে। ওর অবস পিঠটা এখন অরণ্যের মাঝে সিনবাদ হয়ে দাড়িয়ে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অ্যা? এইটা কি ছিলো?