![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
আজ রাতের তারাদের নীচে মাথা দিব
নিশ্চিন্ত ভাবে ঘুমাবো সেটা ভাবছি
পথে ঘুরছি কেটে গেছে বহুদিন
ভালোবাসাদের সাথে আমার কথা হবার কথা আছে
কারো সাথে কথা বলতে গেলে
আমার জগৎ হারায়
আনমনা মন নিয়ে হারিয়ে যায়
কোনদিন ঘুমোতে পারব না
প্রিয়সী তোমার মুখের স্থির হাসি না দেখা পর্যন্ত।
২
বৃষ্টি তোমাকে ভিজিয়ে দিক আমি চায়নি
আমাকে বৃষ্টি ভিজিয়ে দিয়েছিল
তোমাকে বাঁচাতে গিয়ে
আমার পথে কাদা,বালি ও পাথর
তুমি সুখে থাক বন্ধু
আমার গ্রীবায় ঠোঁটে দুশ্চিন্তা
এখন আমি তলিয়ে গেছি
তুমি উঠে গেছ পাহাড়ে
আমার কতদিন লাগবে উঠতে
আজ আমার কথা বলতে ইচ্ছে
তোমার সাথে
তুমি আজ কথা বলছ অন্যের সাথে।
©somewhere in net ltd.