![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
মন্দ জিনিস কখনো ভালো বিষয় বহন করে আনতে পারে না।মন্দ মন্দ বহন করে আনে। একটি শিক্ষিত লোক বা প্রতিষ্ঠিত লোক মাদক বা সিগারেট সেবন বা গ্রহণ করছে এর মানে এই নয় যে লোকটি ভালো কাজ করছে। লোকটির অন্য গুণ থাকতে পারে। তবে মাদক গ্রহণ অবশ্যই খারাপ।
মাদক ও সিগারেট কখনো বন্ধু হতে পারে না। এটা অবশ্যই শত্রু। বয়সন্ধিকালে বা যেকোন বয়সে মানুষ কখনো কৌতুহলবশত বা হতাশার কারণে মাদক আসক্ত হতে পারে। বড়দের দেখে ছোটরা বা খারাপ বন্ধুদের কারণে অনেকে মাদকাসক্ত হতে পারে। সমাজে প্রকাশ্যে মাদক বিক্রি ও গ্রহণ নিষিদ্ধ হওয়ার দরকার।আসুন আমরা সকলে মিলে মাদকের প্রতি ঘৃণা তৈরি করি। যারা মাদক গ্রহণ করে তাদের থেকে দূরত্ব রেখে চলুন। একটি সঠিক সমাজ , সত্যিকারের বিবেকসম্পন্ন লোক মাদকাসক্ত হতে পারে না। একটি যুক্তিবাদী লোক কখনো মাদকাসক্ত হতে পারে না। মন্দ জিনিস কখনো ভালো বিষয় বহন করে আনতে পারে না। মাদক বা সিগারেট নিলে দুঃখ কমে একথাটাও সঠিক নয়। যে ব্যক্তি মাদক কে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করে সে নিজের ক্ষতি করে । আর যে নিজের হয়ে নিজের ক্ষতি করে তার কাছে কতটুকি ভালো আশা করা যায়। যারা মন্দ বিষয় চর্চা করে যেমন পতিতাবৃত্তি, ব্লাক মেইলিং , সন্ত্রাসী, নিম্ন মানের পরিবার, চাঁদাবাজি, অসৎ রাজনীতি ইত্যাদি এরা সাধারণত মাদক নির্ভর হয়ে থাকে। সুতরাং আসুন অর্থের অপচয় , শরীরের ক্ষতি না করে মাদক পরিহার করি। সুন্দর জীবন গড়ি।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর একটি পোস্ট।