![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আমি গরিব মানুষ, আয় অল্প
বিয়ে হয়না
থাকি গরিবের সাথে
বাজারে আমার দাম নেই
নিজেকে উপস্থাপন করতে পারিনি বলে ।
সেইদিন দেখা হয়েছিল
লোহার আংটি পরা এক গরীবের মেয়ের সাথে
অবাক কান্ড!
সে আমাকে ভদ্রলোক ভেবে তাকালোই না!
শুনেছিলাম মাঝির ছেলের সাথে তার নাকি বিয়ে হবে।
মেয়েটি নাকি পরে লোহার বালা
অনেক সখে।
আরেকদিন দেখা হয়েছিল এক মেয়ের সাথে
অট্টালিকায় থাকে সে
দামি পোশাক আর অলংকারে
আমি ভয় পায় থাকি ছোট্ট কুড়েঘরে
নাই পাই মাঝির মেয়ে!
না পায় অট্টালিকার মেয়ে !
ঘুরে ফিরে সব একাকার আমার আমিকে নিয়ে ।
কাজের খালাকে বললাম বিয়ে দিবেন আপনার
মেয়ের সাথে
তিনি বললেন আমার মেয়ের ছিট খালি নেয়
অনেক আগে থেকে
অদ্ভুত প্রকান্ড কষ্ট নিয়ে ঘুরি
ক্ষ্যাপা সেজে
কষ্টগুলো থাকে আমার
দেয়ালের মত!
বাঘের চামড়ার মত!
বড় বৃক্ষের মত!
আমার কোন সঙ্গী নেয়
বিয়ে হলনা
আমি এক গরীব বলে ।
আমি থাকি কার অপেক্ষায় আমার মন নিয়ে ?
খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে আছে
ভাল মেয়ে পেলে ।
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ। মত দেবার জন্যে।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ভাবুক কবি বলেছেন: আমি গরীব বলেই
আমারও বিয়ে হয়না
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো বলেছেন, গরীব ছেলেদের কে মেয়ে বিয়ে দিতে চায় না!
সরকারি চাকুরীজীবি খুজেন বাবামায়েরা!!!
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ। মত দেবার জন্যে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আমারও বিয়ে হয়নি ........
কবিতা ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো তো!