![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
ভালোবাসার একটি মানচিত্র আঁকব
হয়ত স্বাভাবিক হচ্ছে, নয়ত অস্বাভাবিক!
সবার মত আমি হতে চাই না,
সবাইকে বাদ দিতেও চাই না।
এটাই আমার বিপদ ডেকে আনছে
আমার চারিদিকে অন্ধকার ও আলো
এটা বোঝা কঠিণ।
ততোটাই কঠিন মাঝামাঝি থাকা
মধ্যপন্থি হতে পারিনি ।
ভালোবাসার প্রকৃতি এতটাই কঠিণ
এত উগ্র কেউ হতে পারেনি।
লবণাক্ত মিষ্টি কোনটাই বাদ যায়নি
সবকিছু নিয়েও যেন কোনকিছু লিখতে পারছি না ।
©somewhere in net ltd.