![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
ছোট আরণ্যক ।আসল নাম তার যাই হক না কেন। নিজের অজান্তেই সে নিজের একটি নাম দিয়ে ফেলেছে। আজ বাবার পুরানো সাইকেলটি
নিয়ে সে স্কুলে ছুটে যাবে। স্কুল ক্ষমা নেই। বাবার ভয়। মা বেঁচে নেই। বৃদ্ধ বাবা যতখানি প্রিয়। ততোখানি অপ্রিয় বটে। এই সাইকেল চিন্তা, টুকিটাকি চিন্তা আর এর মাঝে ইশ্বর চিন্তা। এই অল্প বয়সে সে চা খাওয়া ধরে গেছে। দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে করতে যতগুলো চায়ের দোকান সামনে জুটবে আরণ্যক এক কাপ করে চা খাবে। চায়ের দাম দু টাকা করে। কারোর সাথে কথা নয় স্কুলের ব্যাগটি নিয়ে টুকিটাকি চিন্তা করতে করতে একটু একটু করে এগিয়ে যাওয়া। আচ্ছা বাবা তাকে একটি ভালো সাইকেল কিনে দেয়না কেন?
একটা সুন্দর সাইকেল থাকলে সে হয়তো আরো পঞ্চাশ কিলো রাস্তা অতিক্রম করতে পারত। পাড়ার ছেলেদের ও বন্ধুদের সবার একটি নতুন সাইকেল আছে।আরণ্যক তার পুরানো সাইকেটির সাথে কথা বলে। না জানি তার কবে একটি নতুন সাইকেল হবে। বাবার কাছে সে একটি সাইকেল চেয়েছে বটে। বাবা বলেছে যে আরো ভালো করে লেখাপড়া করলে বাবা তাকে একটা সাইকেল কিনে দেবে।আরণ্যক ভাবে ভালো করে লেখাপড়া তার কার উচিৎ। যাইহক চলছেতো। চলুক না। তারপরে দেখা যাবে । একটা ভালো সাইকেল জোটে কিনা ।
©somewhere in net ltd.