![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
তীব্র দুপুরে যে যুবকটি শহরের পথ
ধরে হেটে চলেছে
সে যুবকটা আমিই ছিলাম
জানি তরুণী তুমি আমাকে থামাবে না
শুধু আমি বলেই
আড় চোখে দেখেছিলাম তোমাকে
সুন্দর একটি পোশাকে
সুন্দর চোখে
সুন্দর ও কোমল হাত ও ঠোঁটে
আমি জানি তোমার কোন কিছুই আমার নই
শুধু আমি আমি বলেই
তোমাকে পাব না
আমাকে দেখার সময় তোমার হবে না
আমার তোমার সাথে কথা বলা নেই
তবুও কথা বলা হবে না
তুমিও আমাকে এড়িয়ে যাবে
আমার তোমাকে খুব দরকার আছে বলেই
আমি তোমাকে পাব না
আমি শুধু আমি বলেই।
©somewhere in net ltd.