![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আমি জানি আমার কবিতাগুলো ভালো করে কেউ পড়বে না
শত চেষ্টা করেও পড়ার উপযুক্ত কবিতা আমি লিখতে পারব না
ভালো করে পড়েও আমার ভালো রেজাল্ট হবে না
সুন্দর করে চুল আচড়ালেও আমাকে মানাবে না
ভালো কোন কাজ করেও আমার প্রশংসা পাওয়া হবে না
সুন্দর করে হেসেও আমাকে বোকার মত মনে হবে
চলতে চলতে আজও আমাকে বোকা বনতে হবে
বাজারে গেলে সুন্দর জুতা, টি শ্যার্ট আমাকে টানবে
আমার পকেট শূণ্য হয়ে রইবে
ছেড়া গেঞ্জিটা পরে ক্লাস রুমের শেষে আমি বসব
আমার প্রিয় তরুণীকে আড়াল করে
লজ্জায় ও ঘৃণায়
আর মনে হতে গিয়েও আমার মনে হবে না
তরুণী তোমাকে খুব খুব ভালোবাসি
আমার আবার ভালোবাসা !
আমার কোন মানুষকে ম্যানেজ করে চলা সম্ভব নয়
ভালো একটি শ্যাটি শার্ট আমার নেই
রেস্টুরেন্ট যাবার এক গুচ্ছ নোটও আমার নেই
চরম এই ভদ্রতার মাঝে একটি তরুনী কিভাবে পেতে হয়
তাও আমার জানা নেই
ক্লাস শেষ হবে লাইব্রেরীতে চলে যাবো পড়তে
একটুও পড়া হবে না, ভালো কিছু ভাবাও হবে না
ঘরে ফিরে পড়ার নামে সেই মূল্যহীন চিন্তা
তারপরে ঘুম ,প্রতিদিনের ঘুম
কিন্তু সবাই বলে ঘুমের মধ্যে নাকি স্বপ্ন দেখা যায়
আমিতো স্বপ্ন দেখতেও পারলাম না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ । ঠিক বলেছেন। তবে এই কবিতাটা কেমন হয়েছে? যদি সামান্য বলেন ভালো হবে। এই কবিতা কেমন লেগেছে। নাকি উন্নতি বা সংস্কার দরকার।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা সহজ, মোটামুটি ভালোই হয়েছে; মানুষের একটা সময় যায়, মানুষ নিজকে অবহেলিত ভেবে হতাশা ব্যক্ত করে; সেদিকটা প্রকাশ পেয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে পাঠকের মন নিয়ে ভাবতে হবে, বিষয় ও পদ্য যেন পাঠককে টানে।