![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
দুজন কপোত কপোতী পাখী বসে থাকবে ডালে
শুকনো পাতা হুড়ো খড় গোছাবে কবুতরে
রাতে দেখব কতগুলো কুকুর একগুচ্ছ হয়ে রাস্তার
ধারে একে অন্যের সাথে কথা বলছে
আমার কাছে আছে বইয়ের ব্যাগ, দুটো প্যান্টের পকেট
এগুলো নিয়ে আমি বিকেলে রাস্তায় বের হব
নিজেকে খুব হাল্কা মনে হবে
আমার উপর কোন ভালোবাসার বাঁধন নেই
কেউ আমাকে ভালোবাসে না ,আমিও না
প্রতিদিন আমি ভালোবাসার অভিনয়গুলো দেখি
নিজের দ্বায়িত্ব নিজের কাঁধে নিয়ে ঘুরি
আমাকে কেউ খেয়ে নিন
এটা করুন ওটা করুন বলে না
নিজেকে নিস্বঙ্গও মনে হয় না
একখণ্ড বইয়ের ব্যাগ , ভালো ছাত্রের চশমা চোখে
শুধু মনে হবে এসব অভিনয়ের দরকার কি?
©somewhere in net ltd.