![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আমি সাধনায় বসলাম
এক সময় মানুষ গুহায় বসে সাধনা করত
দুটো খেয়ে না খেয়ে
সাধনায় কেটে যেত কয়েক দিন ,মাস বা বছর
আমার ল্যাপটপ, ব্লগ ও ইন্টারনেট
এগুলো সাথে করে আমি সাধনায় বসলাম
কবিতা লেখার ডিজিটাল সাধনায় বসলাম
নেটে বসে আমি জঙ্গল পশু প্রাণী গুহা সবই দেখি
পুরো দিন না খেয়েও আমার সাধনা চলে
তারপরেও আমার নাম হয়েছে সাইবার ডিজিজ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
হাতুড়ে লেখক বলেছেন: সাধনা করতে থাকেন।