![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
গ্রাম্য মেয়ের কাছে
................
আমি ভাঙ্গা নৌকায় চড়েছিলাম জানতাম না
তুমি জানতে
আমার সাঁতার জানা ছিল না
তুমি জানতে
প্রিয়সী একটু যদি থামাতে
তবে আমিতো মরতাম না
না মরিনি আমি
বেঁচি গেছি সমুদ্র গেলেনি আমাকে
স্রোতে আমার আধমরা দেহ আটকে গেল
তুমি চেয়ে চেয়ে দেখলে
নৌকা নিয়ে ডুবে গেলাম ও ভাসলাম
আধমরা হয়ে ভেসে গেলাম
সমুদ্রের স্রোতে
তুমি আমাকে টানলে না
এখনো আমি বেঁচে আছি
সমুদ্রের ধারে
এখানে আমাকে সেবা যত্ন করে বাঁচিয়েছে
বন দেবী বন কুমারী এক গ্রাম্য মেয়ে
প্রতিদিন আমি সেখানে ভালোবাসা পায়
আর বেঁচে থাকি ,ঘুরে ফিরি
আর সভ্য পৃথিবীতে ফিরে যাবো না
এখানে আমি ঠাঁই নিয়েছি গ্রাম্য মেয়ের কাছে।
আমাকে পাগোলের মত থাকতে দাও
------------------------
আমাকে পাগোলের মত থাকতে দাও
এখানে আমার ভালো জামা কাপড়
সুন্দর করে সাজানো কথা হয়না
তুমি আমার হয়েই থাকলে হবে
আমাকে অভিনয় শিখিয়ো না
আমি ময়লা দিয়ে তৈরি
আমার ভালোবাসাটাও এমনি
অভিনয় যদি আমি করি
পাগলা সেজে কালো ময়লা জামা
না আঁচড়ানো চুলের কোন পুরুষের ভূমিকায়
আমাকে থাকতে দাও।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
কানিজ রিনা বলেছেন: আমাকে আমার মত থাকতে দাও।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫
ভবঘুরে যাত্রি বলেছেন: ভালো লাগায় রাখলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২
রিমন ৫০ বলেছেন: অসাধারন কবিতা