![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
প্রতিদিন তোমার জামা কাপড় ব্যাগ চিরুনী দেখি
আয়না দেখি
তোমার চেহারার সাথে আমার মিল আছে
সুতরাং তোমার সাথে আমার প্রেম জমে উঠতে পারে
তোমার হাটার সাথে আমার হাটার মিল আছে
কণ্ঠ ও অঙ্গভঙ্গির সাথেও মিল আছে
তোমার ও আমার নাকের নীচে তিল আছে
সুতরাং আমি নিশ্চিন্ত
তুমি ও আমি এক ছাদের নীচে থাকি
দুজনেই সন্তানের অভিভাবক হতে পেরেছি বটে
এক ছাদের নীচে থাকি
তোমার ছায়ার সাথে কথা হয়
তোমার সাথে সকাল বিকাল ঝগড়া
এত মিল থেকেও আজ পাঁচ বছর কোনদিন
আমরা এক হতে পারলাম না
শারিরীক নমুনাগুলো আভাস দিচ্ছে
এক ছাদের নীচে আমাদের মেলবন্ধন
২
রাস্তাতে যে মানুষটা হাটে তিনি কি আমি?
প্রতিদিন মানুষের মাঝে যায় সেটাকি আমি?
প্রতিদিন পরিবারে আসি অফিসে যাই
তাও কি আমি?
খু্ব ভালো একটি অভিনয়ের পাঠ আমি
বেঁছে নিয়েছি
তা হল আমার ভেতরটা আমি
কাউকে চিনতে দেব না।
সবাই বলবে নিজেকে লুকিয়ে রাখলে
কষ্ট বাড়ে
আমি বলি আমার কষ্টগুলো আমার কাছে
মূল্যহীন
এগুলো প্রকাশ না করলে কার কি এসে যাবে?
©somewhere in net ltd.