![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
এটা আমার পিতার পরিচ্ছন্ন জামা
মৃত্যুর দিনেও সকালে পরেছিল জামাটি
পিতা তার নিজ হাতে
সকালে পরেছিল যে জুতা জুড়া
সেগুলো আছে এখানে খুব যত্মে
এটা বাবার ঠোঁট লাগানো চায়ের কাপ
এটা তার বসার চেয়ার
এটা বাবার ছেড়া ছাতা
বাবার পাঁচ বছর ব্যবহার করা ছাতা
দীর্ঘদিন ছাতাটা এভাবেই দেখছি
অভাবের কারণে একটি নতুন ছাতা কিনতে পারেনি
বলেছিল বাবু চাকরি পেলে একটা ছাতা কিনে দিস
চাকরি পিলাম বটে
ছেড়া ছাতাটি ছেড়া রয়ে গেল
বাবা চলে গেল ছাতা পাওয়ার আগে পৃথিবী থেকে
বাবার যত্ম ও সেবা করতে পারিনি
জুতা জুড়া ধরে সেকথা ভাবি
পাঞ্জাবী ও লুঙ্গিটা ধরে ভাবি এগুলো
যদি নিজ হাতে ধুয়ে দিতে পারতাম!
বাবার বই ,বাবার খাট, আলমিরা, বিছানা
বাবার হাটার শব্দ, গায়ের ঘ্রাণ
জায়নামাজ, টুপি দেখে চমকে উঠি
বাবা বেঁচে থাকলে প্রতিদিন হাজার
হাজার বার বাবা বলে ডাকতাম
বার্ধক্য খোদার দেওয়া সোনালী নূর
পিতার ধার করে দেওয়া টাকায় লেখাপড়া
পিতার নিজের চিকিৎসার গচ্ছিত টাকাটা
যখন আমাকে দিয়েছিল আমার ভর্তি ফির কারণে
পিতার ছাপড়ানো কাঁধ ও বৃদ্ধ কণ্ঠ
বটগাছের মত পিতার ছায়া দিয়েছিল
সে ছায়াটি খুব মনে পড়ে
পিতার কাছে আমার ধার চিরজীবন রয়ে যাবে।
©somewhere in net ltd.