![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
কবিরা কবিতা লিখেছে তোমাকে নিয়ে
গায়করা গান গেয়েছে
কত পুরুষকে পাগোল করেছ
কত প্রেমিকে ভেসে গেছে তোমার প্রেমে?
ঘর হারালো লোকটি
যুবকটি মাতাল হল
পরিবার হারাল ছেলেটি
ভবিষ্যত হারালো ভালো ছাত্রটি
এগুলো কি তোমার অজান্তে ঘটে?
নাকি তুমি ঘটাও জেনে শুনে
একথা শুনে নারী বলেছিল
সব দোষ পুরুষ শাসিত সমাজের
পুরুষরা একা থাকতে পারে না বলে
আমাকে নিয়ে গেল স্কুল বেঞ্চে
হসপিটালে নার্স করে
ব্যবসায় ও পেশায়
শুধু আমাকে পুরুষরা নষ্ট করবে বলে।
©somewhere in net ltd.