![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
এ শহরে আমার কোন গৃহ ছিল না
খাবারও লাগত না
পিঠে ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম
তবে আমাকে ভিক্ষুক ভাববেন না প্লিজ
এভাবেই আমাকে মানাতো
এভাবেই আমার ভালোলাগতো
আবার আমি পাগোল কিংবা কবির
ভানও করতাম না একেবারে
রাতে শহরটাকে প্রদক্ষিণ করতাম
যেন নির্ধারিত নিয়ম মেনে এটা আমার দ্বায়িত্ব
দূরে হতে দূরে গিয়ে আবার ফিরে আসতাম
কেউ আমাকে চিনত না অচেনা শহরে
সকালে খাওয়া হয়নি , একথা আমার মনে নেই
ময়লা জামা ঘামের গন্ধ, না আঁচড়ানো চুল নিয়ে
খালি পেটেই উঠে যেতাম অচেনা বাসে
বাসে ভাড়া চাইত,বলত কোথায় যাবেন?
চুপ চাপ একশ টাকা দিয়ে দিতাম
সুপারভাইজার ভাড়া নিয়ে চলে যেত
বাস থেকে নেমে কোন চায়ের দোকানে
কয়েক কাপ চা পান করতাম
আবার সন্ধ্যার আগে ফিরে আসতাম
নাম মাত্র একটি আবাসস্থলে
সবাই জানত কোন প্রয়োজনে হয়ত আমি
বাইরে গিয়েছিলাম
এ শহরে আমার কোন প্রয়োজন নেই
আমাকে তেমন কেউ চেনেও না
নামমাত্র লেখাপড়া করা আমার কাজ
কিছু একটা করতে হয় বলেই আমি তা করি
এক পাগলা বেকার ও চুল না আঁচড়ানো
কোন রকমের ভালো একটা ছাত্র
এটা আমার পরিচয়
সন্ধ্যায় এক কাপ দুকাপ করে দশ কাপ চা
অতপর আমার নামমাত্র আবাসে ফিরে
কোনরকম বই নিয়ে পড়তে বসতাম
রাত হলে আবার শহরে হাটতে বের হতাম
দিনে কোন অচেনা বাসে করে বিনা
প্রয়োজেন ঘুরে বেড়াতাম।
©somewhere in net ltd.