![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
পাগলি বসবি তুই এখানে
আমার পাশে একটি সিট খালি আছে
পাগলি তুই বসবি বস
আমার হৃদয়টা এতে খুশি হবে
তাওতো তোকে খুশি করতে পারব না যে
পাগলি আমি তোর পাশে বসে ধন্য
পাগলি তোকে কিছু দিতে পারব না যে
পাগলি পারবি আমার হাত ধরে ঘুরে বেড়াতে
পারবি তুই প্রখর রৌদ্রের মাঝে
পাগলি আমার এই ভিতু মন
তোকে রক্ষা করতে পারবে না যে
ওরে পাগলি কিভাবে বোঝাবো বল?
মাটিতে গড়াতে ইচ্ছে করে
পাগলি আগুনে পুড়তে ইচ্ছে করে
পাগলি কান ধরে দাড়িয়ে থাকতে ইচ্ছে করে
পাগলি তোকে এত মূল্য দিয় কেনরে?
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪
কানিজ রিনা বলেছেন: আপনার জন্য যে পাগল সেই বুঝবে কেন
তাকে এত মুল্য দেন। খুব ভাল লাগল।