![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আরণ্যক তোর দুই চোখ ভালো করে আয়নায় ধরে রাখিস
আরণ্যক তুই নিজেকে নিয়ে বেশী করে কবিতাগুলো লিখিস
আরণ্যক তোর ছোট শরীর এই নিয়ে কবিতা লিখিস
আরতো তোর কিছু নেই , নিজেকে নিয়েই ভাবিস
আরণ্যক তোর ময়লা জামা শিল্প করে রাখিস
আরণ্যক ভাঙ্গা ঘর ,ভেঙ্গে তবে রাখিস
আরণ্যক তোর অহংকারগুলো কবিতায় জমা করিস
আরণ্যক তোর বায়নাগুলো গাছের ছায়ার কাছে বলিস
আরণ্যক তুই একা চলিস একায় তাহলে চলিস
আরণ্যক তোর ময়লা মুখ সামনে তুলে ধরিস
আরণ্যক তোর সাথে যাবে না কেউ
মন খারাপ না করিস
আরণ্যক তোকে একলায় চলতে হবে
এটুকু মনে রাখিস।
আরণ্যক সকল দুঃখ ভুলে পাখির মত উড়িস
আরণ্যক তুই দুঃখ ভুলে মাছের মত থাকিস
আর্ণ্যক তোর শীত করলে নিজেই চাদরটা পরিস
নিজ দ্বায়িত্বে ভাত খেয়ে নিজেই মুখটা মুছিস
আরণ্যক তোর পথে হাটা পথের কাছে বলিস
আরণ্যক তোর মাথা নীচ , বিনয় ধরে রাখিস
আরণ্যক তোর ময়লা জামা ময়লা করে রাখিস
আরণ্যক তোর গসুল হয়নি গসুল করে আসিস
আরণ্যক তোর চুল বড় , বড় করেই রাখিস
আরণ্যক তোকে সবাই পাগোল জানে
পাগোল হয়েই থাকিস
আরণ্যক তুই মূল্যহীন এভাবেই তুই থাকিস
আরণ্যক তুই শিল্প হয়ে তোর কবিতাতেয় থাকিস।
©somewhere in net ltd.