![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
আরণ্যক এত ব্যথা পাস কেন
এত ব্যথা পাওয়া নিয়ম না যে
আরণ্যকের শরীর ভরা ঘা তোর
এ ঘা লুকিয়ে হাটিস কি করে?
আরণ্যক তুই এত ব্যথা পাবি কেন
এত ব্যথা পাবার কথা ছিল না যে
আরণ্যক তোর ব্যথাতেই জীবন গেল
ভাবতে পারিস ,ভাবতে পারলি না যে।
২
তুমি আমাকে বলেছিলে সবচেয়ে ভাল
একটি কবিতা লিখে দিতে
কবিতাও লিখলাম মাথা নীচ করে
মাথা নীচ করা আমার স্বভাব
মনের মত করে কবিতা লিখতে
পারলাম না যে
না এত দূর্বল কথা
এত দূর্বল ভাষা
তোমাকে দেখাতে পারব না যে
কবিতা লিখতে পারলাম না
ক্ষমা করো তুমি আমাকে।
৩
আরণ্যক তুই ঐ মেয়ের কাছে যাসনা
বউটিকে ভুলে যাস যদি তবে
আরণ্যক ঐ মেয়েটি অনেক সুন্দর
তোর বউটি অসুন্দর অসুন্দর অসুন্দর
তুইতো সুন্দর , তুইতো সুন্দর
আরণ্যক তুইতো সুন্দর
বউটিকে মেনে নিস তবে।
৪
আরণ্যক বুঝলো তো বুঝেলো
বুড়ো বয়সে বুঝলো
যে বুঝ বুঝেছিল তার বাল্য বন্ধুরা
ছোট্ট বয়সে অনেক আগে।
৫
আরণ্যক ঐ মেয়েটিকে নিয়ে শয়
আরণ্যক তুই সামান্য নারীর পাশে
এত ছোট হস কি করে?
আরণ্যক আর কত ছোট হবি
মেয়েটিকে ভালোবেসে।
৬
কোন মেয়ে আরণ্যকের হাত ধরবে না
আরণ্যকের হাত ধরবে না কোন মেয়ে
আরণ্যকের হাত নোংরা
জুতায় কালি করা হয়নি বটে
আরণ্যকের পাগোল মন
আরণ্যকের পাগোল মুখ
শূণ্য হাতেয় আরণ্যক রয়ে যাবে।
৭
কোন মেয়ে আরণ্যকের হাত ধরো না
আরণ্যক ভয়ে পালিয়ে যাবে
কোন মেয়ে আরণ্যকের হাত ধরো না
আরণ্যক খুব বেশী ধন্য হবে
কোন মেয়ে আরণ্যকের হাত ধরো না
আরণ্যক হারিয়ে যাবে
আরণ্যক তলিয়ে যাবে
আরণ্যক উড়ে যাবে
হায় আরণ্যক একা একা কোথায়
শুধু পালিয়ে বেড়াতে হবে তোকে।
২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর কবিতা +++++