![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
তোমার কোন কষ্ট হক আমি চায় না
যদি কোন দিন আমার কিডনিটা লাগে তবে বলো
দিয়ে দেব
বিনিময়ে কিচ্ছু নিবনা
নিজেকে ধন্য মনে করব
তোমার কোন কষ্ট হক আমি চায়না
তোমার শরীরে রক্ত লাগলে বলো
যদি চোখ লাগে কিংবা হৃৎপিন্ড তাও দিব
বিনিময়ে কিচ্ছু নিবনা
তোমার আর কি লাগবে?
অর্থকষ্ট হলে বলো অর্থ দিব
ফেরৎ দিতে হবে না
মিষ্টি করে হাসতেও হবে না
ধন্যবাদও চায় না।
২
আমি কাউকে ম্যানেজ করে চলতে পারিনি
পটাতেও পারিনি
তাই বলে কি আমার প্রেম হবে না?
আমাকেও কে ম্যানেজ করে চলে না
পটাতে চেষ্টা করে না
করেওনি কোনদিন
তাই বলে কি আমার কোন দিন প্রেম হবে না?
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮
অতঃপর হৃদয় বলেছেন: হুম। চালান।