![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
জীবনটা আমার থার্ড ক্লাস কম্পার্টমেন্টের মত
বাসে ও ট্রেনে সিট পাব না জানি।
গাছ থেকে আমার জন্যে ভালো কোন
পাকা ফল পড়ে না
একটা ফল পেয়েছিলাম একটি পাখিতে খাওয়া
তাও আবার খুব টক বরুই।
চায়ের দোকানে সবার আগে চায়ের অর্ডার
দিয়ে সবার শেষে চায়ের কাপটায় চুমুক দিব।
তরুনীকে সিট ছেড়ে দেব
তরুনী আমাকে একটি ধন্যবাদ দিয়েই
ক্ষান্ত হবে
আমি নিরব চেয়ে রইব
এটাই আমার বড় পাওয়া ভেবে।
একটি দুঃখের কবিতা লিখব
আমার চেয়েও অনেক দুঃখি মানুষ আছে
তারা আমার কবিতা কেড়ে নিবে।
অনেক ভালো করে পড়েও আমার রেজাল্ট
সবার শেষের দিকে
যাইহক পাশতো করেছি ।
আমার কোন ফেলও নেই
আমার যাত্রাও থামেনি।
থার্ড ক্লাস কম্পার্টমেন্টে চলছি
ছেড়া জামা গায়ে দেওয়া এক তরুনের মত
বুকে আমার প্রত্যাশা
আমার বুক অনেক ঘামে
কপাল ঘামে
বাসের লম্বা শিকটি ধরে
আমার যাত্রাতো চলছে।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩
খালিদ১২২ বলেছেন: থ্যাংকস।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
ধ্রুবক আলো বলেছেন: চলতে থাকুন, ফার্স্ট ক্লাস কোম্পার্টমেন্টে পৌঁছে যাবেন, শুভ কামনা।
৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
অতঃপর হৃদয় বলেছেন: চলতে থাকেন।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: তাও তো আপনি থার্ড ক্লাস কম্পার্টমেন্টে চলছেন অনেকের তো সেটাও জোটে না।
৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬
কানিজ রিনা বলেছেন: পাখিখাওয়াবরুইহিহিহি।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩১
খালিদ১২২ বলেছেন: ঠিক ধরেছেন
৬| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১০
আরণ্যক রাখাল বলেছেন: এমনটা সবাই ভাবছে রে ভাই
৭| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
খালিদ১২২ বলেছেন: থ্যাংকস।
৮| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
ভীতুর ডিম্ব বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। বাস্তবতা সত্যিই এমনই হয়। এটি কল্পনা মনে হয় না।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কল্পোনা