![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আরণ্যক মাঝেমধ্যে ছাদে ঘুর ঘুর করিস
সারাদিন কি ভাবিস?
এদিক ওদিক যাস ,ছটফট করিস
রাত করে ঘরে ফিরিস
ধপ করে শুয়ে পড়িস
কি হয়েছে তোর ?
এই তোর মিষ্টি মুখ কালো হয়ে গেছে
মনের যত্ম কি বেশী নিশ?
শরীরটাকে ডাস্টবিনে ফেলেছিস
আয়নাতে কখনো মুখটা কি দেখেছিস?
এত যত্মের অভাব তোর
নিজের যত্ম তাহলে কি নিজেই করিস?
শরীরটাকে ডাস্টবিনে ফেলে
মনটাকে যত্ন করিস
শরীরটাকেও ডাস্টবিন থেকে তুলে এনে
আয়নাতে তুলে ধরিস
মনের যত্মের পাশাপাশি
শরীরটাকে সাজিয়ে রাখিস।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:০০
হাবিব শুভ বলেছেন: বুঝলাম না কিছু?? মনে হলো কাউকে পারসোনাল ম্যাসেজ দিয়েছে।