![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আরণ্যক যত্মে থাকিস
---------------------
আরণ্যক সারাদিন খেটে খাওয়া মানুষের মত
রৌদ্রে পুড়ে পুড়ে মরিস
গলার শিরা দেখা যায় তোর
কপালে ঘাম তোর , বুকে ঘাম
ছেড়া জামা , সারাদিন কি করিস তুই?
কোথায় যাস? খেয়েছিস ,মুখটা শুকনো
কেউ খোঁজ নেই না তোর!
কার কাছে তুই অভিযোগ করিস?
প্রতিদিন কোথায় যাস? কি ভাবিস?
ছাতাটা নিয়ে যা, বৃষ্টি এলে মাথায় তা তুলে রাখিস
আরণ্যক তাকাবে না
বৃষ্টি ও রোদ ওর গায়ে লাগবে না
ব্যথাও লাগবে না
আরণ্যক দয়া করে নিজের প্রতি একটু যত্ম রাখিস।
২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:১৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লেগেছে +।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো.......।ভালো চিন্তা.........।