![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
অভাবে পড়েছি বন্ধু কিছু টাকা দিবে আমাকে
সময়মত দিয়ে দেব
ধার কিভাবে চায়তে হয় উপযুক্ত ভাষা হয়তো আমার জানা নেই
ধার দেয়ওনি কেউ আমাকে কোনদিন,ধার দেবেও না হয়তো
প্রেমে পড়েছি ,যার কাছেই প্রস্তাব দিলাম সেই বলল
আমার সম্পর্ক আছে
প্রস্তাব দেবার উপযুক্ত ভাষা আমার জানা নেই
আমাকে তাড়ানোর উপযুক্ত ভাষা মেয়েদের জানা আছে
দাওয়াত খেতে গেলাম কুটুম বাড়ীতে
সবার সিট হল ,আমাকে পরের সিটিং এ খেতে হবে
অপেক্ষা করলাম,পরের সিটিং এও সিট হল না
কোন রকম দাড়িয়েই দুটো খেয়ে নিলাম
বাজারে থেকে নতুন জামা কিনে আনলেই সাইজ মেলে না
না ,এবারও শার্টটা শরীরে সাথে মিলল না
আর কতবার শার্ট পাল্টাতে হবে তাও জানিনা
আমি খাটো মানুষ ,কারো চোখে আমাকে ধরে না
আমি কোন উপহার পায়নি ,ধন্যবাদও জোটে না
আমাকে না নিয়েই বন্ধুরা বেড়াতে চলে গেল
সামান্য একটা আইসক্রিম হাতে নিয়ে মনকে সান্তনা দিতে ভালো লাগে
আমি বেশ ভালোই আছি, ভালো আছি কিভাবে?
ভালো থাকার একটা সুন্দর জগৎ আমি বানিয়ে নিয়েছি
এখানে কারো প্রতি কোন প্রত্যাশা নেই
একটা ধন্যবাদ আমার কাছে অনাকাঙ্ক্ষিত শব্দ
দাওয়াত খেতে যায় আগের অভিজ্ঞতা মেনে নিয়ে
মেয়ে মানুষ দেখলেই ভাবি ওর একটা সম্পর্ক আছে
কারোর কাছে ধন্যবাদ চায়না , পারলে সকলকে একটি করে
ধন্যবাদ দিয়ে দিয়
কেউ কিছু দিলে নিজেকে চির ঋণী ভাবি
ধার দিয়, ,যদিও কেউ সময়মত ধার শোধ করে না
এভাবেই নিজেকে তৈরি করে নিয়েছি
সকলকে ধন্যবাদ,আমাকে ধন্যবাদ দিলে সেটা আমার অনাকাঙ্ক্ষিত পাওনা।
২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
ধ্রুবক আলো বলেছেন: দাওয়াত খেতে যায় আগের অভিজ্ঞতা মেনে নিয়ে
মেয়ে মানুষ দেখলেই ভাবি ওর একটা সম্পর্ক আছে
একদম আমার মনের কথা +
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
Al Rajbari বলেছেন: হুম,, বিশাল ব্যাপার।।
পরিশেষে
তোমাকেও ধন্যবাদ।।