![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
গাড়ী চালাতে উঠেছি পাহাড়ের রাস্তায়
বিবেক বলল আরো জোরে চালান আপনি
ব্রেক সম্পূর্ণ ছেড়ে দিন,হেন্ডেল ছেড়ে দিন
চুপ করে বসে থাকুন
আমি বললাম মানুষ মরলেতো আপনি দায়ী করবেন
বিবেক বলল গত চল্লিশ বছরে আপনি অনেক মানুষ বাঁচিয়েছেন
আপনি একজন সুদক্ষ ড্রাইভার
কুকুর বাঁচিয়েছেন পোকা মাকড় তাও বাঁচিয়েছেন
নিজেকে বাঁচিয়েছেন
আজ একটা দিন আপনি একদম ফ্রি ও মুক্ত
আশ্চর্য ব্যপার ব্রেক ছাড়া চালিয়েও কোন দূর্ঘটনা হল না
বাড়ী ফিরে এলাম ,বিবেক বলল বউ পেটান
ছেলে বউ এর উপর অত্যাচার করুন
জীবনে বউ ছেলেকে অনেক ভালোবেসেছেন
নিজেকেও
আমি বললাম নারী ও সন্তান অবলা ,কিভাবে তাদের গায়ে
বিনা কারণে হাত তুলি
বিবেক বলল আপনি একজন ভালো প্রেমিক
আপনি মারলেও তাদের গায়ে লাগবে না
মারুন যত খুশি তত মারুন
আমি আমার স্ত্রী ও সন্তানকে বেধড়ক পেটালাম
তারপরেও তাদের কিছু্ই হল না
রাস্তায় চলছিলাম বিবেক বলল চোখ বুজে হাটুন
সাবধানে অনেক হেটেছেন
বাড়ীতে বিদ্যুতের সুইজ দিলাম
বিবেক বলল বিদ্যুতের আলগা তারে হাত দিন
সাবধানে অনেক থেকেছেন
দোকানে ধার পরিশোধ করতে বিবেক আমাকে নিষেধ করেছে
বলেছে ধার আপনি অনেক পরিশোধ করেছেন
কিছু জিনিস নাহয় মাগনায় খেলেন
বিবেক তুমি আমাকে মুক্ত করে দিলে ভাই
আমার যখন মধ্য বয়স ছাড়ালো
তখন তুমি আমাকে মুক্ত করে দিলে ভাই
এ বয়সে আমার তেমন কোন শক্তি নেই
অবাক বয়স আমার অবাক বিবেক
আমি মুক্ত, তবুও আমার অন্যায় কমে গেছে
আমি যা খুশি তাই করেতে পারি
তবুও আমার ঝুকি কমে গেছে।
©somewhere in net ltd.