| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালিদ১২২
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
অফিসে আমার কোন প্রশংসা নেই
বাড়ীতেও নেই,সমাজেও নেই
কেউ বদনাম করে বলেও মনে হয় না
কখনো কখনো সান্ত্বনাসূচক কেউ কেউ বলে
হ্যাঁ উনি খুব ভালো মানুষ
কই আমারতো কোন সমাজ স্বভায় দাওয়াত পড়ে না
কোনদিন কোন অনুষ্ঠানেও সভাপতিত্ব পেলাম না
প্রশংসা পাওয়ার জন্যে কি কি করতে হবে
তাও জানিনা
স্ত্রীকে বললাম আমি মত স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যপার
স্ত্রী বলল পাগলামীরতো আর জায়গা পাওনা
তোমার প্রশংসা করা আমার দ্বারা সম্ভব নয়
গেলাম অফিসে ঝাড়ুদার কেরানীর প্রশংসা শুরু করলাম
তাদের কাছ থেকে যদি একটু প্রশংসা শোনা যায়
তারা দুজনে আমার আগের অফিসারের প্রশংসা শুরু করলেন
হলোনা প্রশংসা পাওয়া
বন্ধুকে টাকা ধার দিলাম প্রশংসা পাবো বলে
বন্ধু বলল তোরতো অনেক আছে
ধার দেওয়া স্বাভাবিক
প্রশংসা করে তোকে আর ছোট করেত চায়না
সমাজের মাঝে মাথা নীচ করে চলি
একটু প্রশংসা পাবো বলে
সবাই বলে লোকটার প্রশংসা করা দরকার
সময়ের অভাবে লোকটার প্রশংসা করা হল না
কবিতা লিখতে বসলাম
নিজের একটু প্রশংসা করার জন্যে
সেখানে আবার উঠে এলো বদনাম
তুই লোকটা আসলেই ভালো না।
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১০
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ আশা দেবার জন্যে
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
ধ্রুবক আলো বলেছেন: প্রশংসা পাবেন একদিন!