![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
বাজারে গেলাম স্ত্রীকে নিয়ে মার্কেট করতে
শাড়ীর পর শাড়ীর দেখে স্ত্রীর পছন্দ হল না
বললাম আজ না হয় কোন রকম একটা নিয়ে নাও
বেঁচে থাকলে আরো কত শাড়ী পরা হবে-চিন্তা করো না
জীবনে খুব ইজি চেয়ার কেনার ইচ্ছে ছিল
খালাতো ভাইকে নিয়ে ইজি চেয়ার কিনতে গেলাম
দাম শুনে মুখটা লাল হয়ে গেল
খালাতো ভাইকে বললাম আজ থাক
বেঁচে থাকলে একদিন না একদিন ইজি চেয়ার কিনবই ইনশা আল্লাহ
সেদিন এক অনুষ্ঠানে সাধারন দর্শক হিসেবে গেলাম
উঁচু সারির একটা সিট খালি দেখে বসে গেলাম
অমনি একজন আমাকে অবজ্ঞাকরে সিট থেকে তুলে দিল
মন খারাপ করে লাভ কি? বেঁচে থাকলে এর চায়তেও অনেক সিট পাবো
এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম
রাস্তায় সেদিন এক ফকিরকে টাকা দান করলাম
ফকির বলল বেঁচে থাক বাবা বেঁচে থাক
মনে মনে বললাম চাচা ঐ দোয়াটায় করেন
অফিসে গেলাম-চেয়ারটি ময়লা , কেরানিকে বললাম মুছে দিতে
কেরানি বলল আমাকে এখানে চেয়ার মোছার জন্য রাখা হয়নি
বললাম সরি ভাই-বেঁচে থাকলে আর এই ভুল করবো না ইনশা আল্লাহ
বেঁচেতো আছি জীবনটা নিয়ে -আর কতকাল বেঁচে থাকব জানিনা
বেঁচে থাকাটাই যেন খুব সহজ আবার খুব কঠিন
তবে বেঁচে থাকলে আরো অনেক অভিজ্ঞতা হবে
সেই অভিজ্ঞতা নিয়ে আমার আরো অনেক কবিতা লেখা হবে।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
অতঃপর হৃদয় বলেছেন: লেখা এম্নে ক্যান?? বুঝনা তো আগা মাথা।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
ওমেরা বলেছেন: এটা কবিতা নাকি অন্য কিছু !!!