![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
যখন লেখাপড়ায় একবারেই কমা ছিলাম
ভাবতাম ভালো ছাত্র হলে কি না পাওয়া যায়
মাস্টার্স পাস করার পর দেখলাম
আমার মত মাস্টার্স পাস লোকও সমাজে ভরি ভরি
যখন বেকার ছিলাম, পরিবারে চাকরি চাকরি করে মাথা খারাপ
ভাবলাম চাকরি পেলে কত কি না হবে
চাকরিও জুটে গেল
এখন দেখছি সমাজে আমার মত চাকরিজীবীও ভরি ভরি
ভাবলাম স্বামী হয় সংসার করি
এবার দেখছি সমাজে স্বামী ও সংসার করা লোক ভরি ভরি
পিতা হলাম , সমাজে আমার পিতার সংখ্যাও কম নয়
কবিতা লিখতে বসলাম, নিজের দুকথা বলে মন পাতলা করব বলে
বউ বলল বাঙ্গালীর ঘরে ঘরে তোমার মত কবির অভাব নেই
সুতরাং মন ভেঙ্গে গেল
অবশেষে মাষ্টারির চাকরি নিলাম -লেকচার মেথুডে পড়াবো বলে
যা ইচ্ছা ক্লাসে লেকচার দিব
শিক্ষার্থীরা না শুনলে পেটানোর ভয় দেখিয়ে লেকচার শোনাব
চাকরিতে ঢোকার পরে শুনছি এখন শিক্ষার্থীদের পেটালে
আইনানুগ শাস্তি হতে পারে
আর লেকচার মেথুড প্রাচীন মেথুড, এটা চলবে না
এখন গ্রুপ ওয়ার্ক ও পার্টিসিপেশন মেথুডে পড়ানো হয়
সুতরাং আমার লেকচার মেথুড আর চলবে না
সুতরাং কোথায় গেলে ,কি করলে যে একটু ভিন্ন হতে পারি
সেটা নিয়েই ভাবছিলাম- ভিন্ন হতে পারলাম না।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
দিবাশেষে সব পাখী ফিরে আসে গাছের ডালে
৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
শাহিন-৯৯ বলেছেন: ভিন্ন হতে পারলাম না। ভাই চেষ্টা চালিয়ে যান - কিছু একটা পাবেন এক সময়।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক হতে সময় লাগে।