| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালিদ১২২
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে যাচ্ছিলাম
খুব ভালো একটি জামা পরে
মাঝপথে জামার উপর কাকে দিল পায়খানা করে
চায়েল দোকান থেকে চায়ের কাপটি নিয়ে যেয়
বাইরে আসলাম গাছের নীচে
দিল কাকে কাপের উপর পায়খানা করে
ক্যাম্পাস থেকে ফিরে জামাটা খুলেই দেখি
সাদা শার্টের উপর কাকের পায়খানার শুকনো দাগ
পীঠ থেকে বইয়ের ব্যাগটি নামিয়ে দেখি
বইয়ের ব্যাগের উপর কাকের পায়খানা
বারান্দার দড়িতে লুঙ্গি ও ঘামছা মেলা ছিল
গামছাতে মুখ মুছতে গিয়ে দেখি
কাকের শুকনো পায়খানা গামছার সাথে
মাস্টার্স চলছিল চাকরির প্রথম ভাইভা-সাদা শার্ট
ক্যাম্পাস ছাড়াতে না ছাড়াতেই
হায় কাক দিলিতো পায়খানা করে
ভালো ক্যাপটিও রক্ষা পায়নি
এই হল কাক পক্ষির কাণ্ড!
রাত জেগে পড়ে সকালে একটু ঘুমোবো
জানালার পাশের কাকের ডাকে ঘুম ভেঙ্গে গেল
হলের ছাদে উঠলে দেখতাম একগাদা কাক
দুটো কান মাঝে কাকে ডাকে বিগড়ে যেত
ক্যাম্পাস লাইফ শেষ হয়েছে
আর কাকে পায়খানা করে না গায়ে
তবু ভয় লাগে তাকায় উপর পানে
না জানি কখন কাক পক্ষী পায়খানা করে
আমার গায়ে।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
খালিদ১২২ বলেছেন: জি ভাই
২|
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই। সেই দিনগুলো আর ফিরে আসবেনা। আর আকাশের দিকে না তাকালেও চলবে কারণ কাক কখনো খোলা আকাশে উড়ন্ত অবস্থায় পায়খানা করার সম্ভাবনা থাকেনা তবে গাছগাছালির নিচে গেলে সাবধান!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: কাকের পায়খানা- এটাই তবে কবিতার মূল বিষয়?