![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
রাস্তাতে হাটছিলাম সন্ধ্যা রাত্রীতে
হঠাৎ মেনহলের ভেতরে পড়ে গেলাম
দূর্ঘটনটা এত মানুষ থাকতে আমার কপালেই ছিল
হতে পারে , ঘটা স্বাভাবিক
রাস্তায় শহরের সবচেয়ে ধনী লোকটা দেখে মনে হল
ঐ লোকটা আমি
মনে মনে ভাবলাম হ্যা তা হতেও পারে
কিছুক্ষণ পরে এক ভিক্ষুক আসল আমার কাছে সাহায্য নিতে
পকেটে দু টাকা ছিল দিলাম
মনে হল এই লোকটা কি আমি নাকি?
হ্যা হতেওতো পারে?
আচ্ছা আমার কাছে অস্বাভাবিক কোনটা ?
আমার ক্ষেত্রে সবই কি স্বাভাবিক?
সেদিন যেই বাসে উঠলাম ,ভাড়া দেবার সময় মানিব্যাগ নেই
হ্যা পকেট মার হয়েছে
হতেই তো পারে , অস্বাভাবিক কিসের?
কিছুক্ষণ পরে মনে হল আমিই কি পকেট মার ?
তাওতো হতে পারে
না তা কিভাবে হয়?
বাড়ীতে মনের ভুলে মানি ব্যাগ রেখে আসিনিতো?
তাওতো হতে পারে
তাহলে আমার ক্ষেত্রে অস্বাভাবিক কি?
সব সময় সম্ভাবনার মাঝে দোল খায়-ব্যপার কি?
হতে হতে আমি ধনে হয়ে যায় - এটা যেমন স্বাভাবিক
ভিক্ষুক হয়ে পথে নেমে যায় এটাও স্বাভাবিক
সমাজের মাঝে কেউ বাহবা পেলে ভাবি - এটা আমি কি?
কেউ কারো নিন্দা করলে ভাবি -নিন্দিত লোকটি আমি কি?
সব-ই স্বাভাবিক হয়ে যায়
ভাবি আমি স্বাভাবিক আছি কি?
©somewhere in net ltd.