![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
ইশ্বর এত কষ্ট করে বেঁচে থেকেও
আমি মরিনি
এজন্যে আমাকে কি দেবেন? ভেবেছি
ইশ্বর আপনি আমাকে যা দিয়েছেন
তা আমার জন্যে পর্যাপ্ত -এ ভেবে আমি কষ্ট ভুলে থেকেছি
ইশ্বর আমাকে কি দেবেন? ভেবেছি
ইশ্বর আমার এমন কোন ভালো পূণ্য নেই
ছোট শিশুর হাতে থেকে পড়ে যাওয়া পুতুল
তার হাতে তুলে দিয়েছি
সারা দুপুর গৃহের কাজ করা গৃহিণী আমার মা
তাকে ভালোবেসেছি
একটু বিশ্রাম নিত না আমার মা
আমি তাকে মন ভরে মা বলে ডেকেছি
ইশ্বর নিজেকে আমি খুব ছোট ভেবেছে
গাড়ির নীচে অর্ধ দেহ চাপা পড়া কুকুরের মাঝে
নিজের মূর্তিকে আমি পেয়েছি
তাড়াতাড়ি ঐ চাপাপড়া কুকুরটির মুখে
পানি তুলে দিয়েছি
ইশ্বর আমাকে কিছু দেবেন এই আমার আশা
এই আশায় এ সব করেছি।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, একইদিনে প্রথম পাতায় একসাথে একাধিক পোষ্ট না করে ব্লগের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহবান। ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ। সে কথা রাখলাম।আবারো ধন্যবাদ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: কি চাই? দুনিয়া নাকি আখেরাত?
দুনিয়ার জন্য সব দেওয়া আছে। যেমন সমস্ত শরীর, বিবেক আর সুন্দর পৃথিবী ইত্যাদি।
আর আখেরাত চাইলে শুদ্ধ কর্ম এবং শুদ্ধ ইবাদাতের মাধ্যমে এগিয়ে যাওয়াই উত্তম।