![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
দাবি
-------------
আমাকে সম্মান দিতে যেও না
আমি সম্মানিত নয়
চেয়ার ছেড় না
ওটা তোমার বসার জায়গা
আমাকে অপমান করো না
ওটা আমার প্রাপ্য নয়
ডাকলে এসো
কথা বললে অবজ্ঞা করো না -দয়া করে
এক গ্লাস পানি না দিতে পারলে কোন ব্যপার না
কথা না শোনার ভান করো না
খাবার আমি বেড়েই খেতে পারি
পানি ঢেলে খেতে পারি
সুতরাং তুমি আমার পাশে থাকলেই হবে
আমার জন্যে তোমার দীর্ঘ সময় অপেক্ষা না করলেও হবে
শুধু বাড়ী ফেরার পরে বুঝে নিও
কার জন্যে আমি প্রতিদিন বাড়ী ফিরি
আমাকে ভয় করার দরকার নেই
লজ্জা করার দরকার নেই
প্রয়োজনের কথাগুলো আমাকে নির্ধিদায় বলো
প্রতিদিন আমাকে আদর না করলেও হবে
শুধু আমার সামনে দিয়ে হাটা চলা করো
ব্যস্ত থেকো , একটু সেজে থেকো
তোমার প্রতি আমার প্রত্যাশা কি বেশী হয়ে গেল
তবু বলি পড়ে গেলে হাত বাড়ীয়ে দিও, তুলে নিও
মন খারাপ করলে একটু জিজ্ঞেস করো
মনটা খারাপ কেন?
এতটুকুন হলেই আমি খুশি।
২
আমাকে আমার মত থাকতে দাও
-------------------------------------------
আমার ভুল ধরো না
ভুল করা আমার স্বভাব
প্রতিদিন অগোছালো আমি
ময়লা জামাটিই আমি পরে থাকি
গুছিয়ে কথা বলতে পারিনে
একটা কথায় বারবার বলি
বারবার চেনা পথটাও আমার হারিয়ে যায়
এবারও তোমাকে নিয়ে বেড়াতে গেলে
এক গাদা মার্কেট তোমাকে করে দিবই
আমার বেলায় আমার টাকার মায়া
সুতরাং আমাকে আমার মত থাকতে দাও
সিম্পল শার্টটা গায়ে থেকে কেড়ে নিও না
আমার গায়ে ময়লা লাগে বলেই
আমার শরীরটা এত ঠাণ্ডা
তোমাকে আমি খুব ভালোবাসি
তুমি অনেক রাগ করে এটা ওটা বললেও
আমার খুব ভালোলাগে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩১
ধ্রুবক আলো বলেছেন: দুটোই খুব ভালো লাগলো