![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
ধন্যবাদ সকলকে
---------------
দেখলাম এক বাচ্চার মন খারাপ
হাতের ভালো লেখার জন্যে স্যারের কাছ থেকে
ধন্যবাদ পায়নি বলে
পরিচিত এক কবির আফসোস
ভালো কবিতা লিখেও তার কপালে ধন্যবাদ
জোটেনি বলে
ড্রাইভারের যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থানে পৌছে দেয়
তার দুঃখ যে কোন যাত্রী তাকে ধন্যবাদ দিয়ে
গাড়ী থেকে নামে না
এক কর্মক্লান্ত দুপুরে দেখলাম মুদির দোকানদার
সাইকেলে দোকানের পণ্য কিনে নিয়ে যাচ্ছে
আলাপচারিতায় বুঝলাম তার ঐ একই কষ্ট
তাকে সবাই সামান্য মুদি ভাবে
কোন ক্রেতায় তাকে ধন্যবাদ দেয়না
ধন্যবাদ মুদিকে, গাড়ীর ড্রাইভারকে
বাড়ীর প্রিয় রাঁধুনিকে ভালো রান্নার জন্যে
ধন্যবাদ আদরের সন্তানকে –চোখ জুড়ানো হাসির জন্যে
ধন্যবাদ কবিকে
ধন্যবাদ রাজনীতিবিদকে
ধন্যবাদ গাছ পাখি কোকিল আকাশকে
ধন্যবাদ মাথার উপরের সবচেয়ে বড় , খোদাকে।
©somewhere in net ltd.