![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
পৃথিবীটা আমার ঘুর পাক নাটকের মত
আমার জ্বর আসবেই
জ্বর শেষ হলে আবার সর্দি
তারপরে আবার কোন না কোন রোগ
সেদিন ঘুড়ি গেল সুতা ছিড়ে উড়ে
দেয়ালের ফাঁকে বাসা বাধা
পাখিটি ডিম রেখে কোথায়
যে গেল উড়ে
কবুতর আমার ফেরেনি ঘরে
ঝড়ের পরে-কোথায় গেল হারিয়ে
ফুলের টবের ছোট চারাটি খেয়েছে
পাখিতে
প্রতিদিন ছাদে উঠি –ভাবি আর ভাবি
মানুষ বলেই কি আমার এত কষ্ট
নাকি আমি অমানুষ
সুখী হতে পারলাম নাতো?
একটু সুখ যে আমার পাওনা-
-এটা আমার অনেক প্রত্যাশা।
১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯
নাগরিক কবি বলেছেন: আমার জ্বর আসবেই

জ্বর শেষ হলে আবার সর্দি
তারপরে আবার কোন না কোন রোগ
সেদিন ঘুড়ি গেল সুতা ছিড়ে উড়ে
বাহ! খালিদ ভাই আপনার ছন্দে বন্দে বর্ণনাতে আমি মাতোয়ারা হয়ে যাই। যেনো নূতন কোন জীবনানন্দ কিংবা সুনীলের মত হয়ত বা লর্ড বেয়রণ এর মত কবিদের ছায়া খুঁজে পাই। জাস্ট কিপ ইট আপ ভাই