![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
------------------
রাস্তায় আমাকে সালাম দিলে তোমাদের ধন্যবাদ
না দিলেও সমান সংখ্যক ধন্যবাদ
সমাজের কোন কাজে আমাকে না ডাকার জন্যে ধন্যবাদ
আর যদি সমাজের কাজে আমাকে ডাকা হয়
তাও সমান সংখ্যক ধন্যবাদ
তোমরা যদি আমাকে আবর্জনা মনে করে ছুড়ে মার
তোমাদের ধন্যবাদ
যদি আমাকে যত্ম করে পকেটে তুলে নাও
তাও তোমাদের দিলাম সমান সংখ্যক ধন্যবাদ
আমার অনুভূতি শূণ্য হয়ে যায়
আমি সবার , যদি সবাই আমাকে নেই
আমি কারোর নয় ,যদি কেউ আমাকে না নেই
আজ রাস্তায় বিনা কারনে রাতে পথে বের হব-ঘুরে বেড়াব
তোমরা আমাকে রাজা মানলে রাজা
প্রজা মানলে প্রজা
পাগোল ভাবলে –তাই হলাম
আমি সবাইকে ম্যানেজ করে কেন যে চলতে পারিনে?
রাস্তায় চলার পথে আমি মাথা নীচ করে চলেছি
ছোট ছোট পিঁপড়া বাঁচিয়েছি –পায়ের চাপা পড়া থেকে
এগুলো আমার ভাল কাজ-সমাজের অনেকেই এরকম কাজ করে
সবাই এরকম কাজ করে বলেই আমি সেরা হতে পারিনি
আমি সবার মত হয়েই থাকতে চায়
ভিন্ন হতে পারলে তাতেও দোষ নেই
আমাকে সালাম দিলে ধন্যবাদ
না দিলেও সমান সংখ্যক ধন্যবাদ।
২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৪২
জেন রসি বলেছেন: অভিনব! ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩
মানবী বলেছেন: "আমি সবাইকে ম্যানেজ করে কেন যে চলতে পারিনে?"
- সবাইকে ম্যানেজ করে চলার কোন প্রয়োজন নেই। সততার সাথে আত্মমর্যাদা নিয়ে চলাটাই জরুরী। আরও জরুরী অন্যরা কি ভাবছে, আপনাকে নিয়ে কি করছে তা নিয়ে এতোটা বিচলিত না হওয়া :-)
পোস্টের জন্য ধন্যবাদ খালিদ১২২।
ভালো থাকুন।