![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না
------------------------------
বাড়ী থেকে বের হবার পরে
অনেক দূর যাবার পরে
মনে হয় তালা লাগিয়েছিতো?
জানি এটা নিছক সন্দেহ
তারপরেও আবার দেখতে যায় ফিরে
মানিব্যাগটা নিয়েছিতো
ম্যানিব্যাগটা পড়ে যায়নিতো?
কোন কিছু হারিয়ে যায়নিতো
সব কিছু ঠিক আছেতো?
জানি সব কিছু ঠিক আছে
তারপরে নেড়ে চেড়ে বুঝে নিই
মানে এক মস্ত বিপদ!
নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না
অন্য কাউকে কিভাবে বিশ্বাস করি
সেটাই ভাবছি?
©somewhere in net ltd.