![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
-------------------------------
কিছু দুঃখের কবিতা নিয়ে বউ এর কাছে
পাঠ করা শুরু করলাম
বউ বলল মানুষের দুঃখ থাকতেই পারে
এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু ,অতীতকে ভুলে যাও
বউ এর কথায় দুঃখতো কমল না ,দুঃখ বরং আরেকটু বাড়ল
কিছু দুঃখের কবিতা নিয়ে প্রকাশকের কাছে গেলাম
প্রকাশক বলল-এই সময় দুঃখের কবিতা চলবে না
আমার দ্বারা আপনার কবিতা ছাপা সম্ভব নয়
এক বন্ধূকে বললাম দস্ত আমার অনেক কষ্ট আছে জানিস
দোস্ত বলল যা বউ এর কাছে শেয়ার করগে
আমার দুঃখ শোনার সময় নেই!
বোনের কাছে গেলাম, বললাম-বোন আমার অনেক কষ্ট আছে
বোন বলল-সংসারের ঝামেলায় আছি
দুঃখ মানুষকে মহৎ করে
দুঃখ পেলে খাটি মানুষ হওয়া যায়
আমি বোনের কথা শুনে আরেকটু দুঃখ পেলাম
মানে আমার দুঃখ শোনার আর কেউ নেই
তাই কেউ যদি থাকেন একটু আসবেন আমার দুঃখ শুনতে
এই বলে সমাজের মাঝে ঘোষণা দিলাম
ঘোষণা শুনে এক লোক এলো আমার দুঃখ শুনতে
তারপরে সে নিজের দুঃখ বলা শুরু করল
তার দুঃখ শুনে আমার দুঃখ ঘুচে গেল
আমাকে কিছু বলার সামান্য সুযোগমাত্র সে দিল না
আমার আর দুঃখ বলার ইচ্ছে নেই
এখন আমার কোন দুঃখও নেই
সকলকে ধন্যবাদ!
আমি খুব সুখি মানুষ।
১২ ই মে, ২০১৭ সকাল ৯:৫০
খালিদ১২২ বলেছেন: তাহলে নতুন কবিতা লিখতে হবে
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৭ সকাল ৮:২৮
blackant বলেছেন: এবার সুখের কথা বলেন।