![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
মানুষের হাট আছে
মানুষ বিক্রি হয় সেখানে।
আত্মার কান্না হয়
অন্ধকার পল্লীতে।
যে মানুষ সারাদিন না খেয়ে থাকে
সে মানুষের চামড়া ফেটে যাবে।
পঁচা নর্দমায় লাশ পড়ে আছে
সে লাশ নাকি স্বর্গে গেলেও যেতে পারে।
আত্মারা ধন্য হবে
আত্মারা পৃথিবীতে কেঁদেছিল বলে।
নোংরা বিছানার কোতরানো
সৃষ্টিকর্তা জানে।
আমার প্রিয়সীর একটি চুলের দামে
আমি হাটছি বাজারে কাটা দামে।
আজ থেকে সকাল আর বিকালে
আমি যাব মানুষের হাটে।
সেখানে কেউ কি আছে যে
আমার কান্না খুঁজে পাবে?
আমার মরন হলে পারে
কোন এক সহরমর্মিতাতে
যদি কেটে যায় আমার সৎকাজে।
পঁচা নর্দমাতে পঁচা গন্ধ আসে
আমার জীবনটাকে কোন জীবন
কেনেনি কোন হাটে ।
যে কিনবে আমাকে
আমার সুপ্রভাতে-
আমার কনুই দিব তাকে
যে কনুইয়ে মানুষের কান্না থাকে।
আমার ঘাড় দিব থাকে
যে ঘাড়ে বিধবার কান্না থাকে।
আমার ভেতরে যে তরুন থাকে
আমার কাছে চোখের পানি আছে
আমার ব্যস্ত সারা কাজে
তুমি থাক আমার সাথে ।
আমার শিরা ছিড়ে গেল আজ কাজে
আমার শিরারা তোমায় ভালোবাসে
আমার খাওয়া হয়নি প্রাতে
তোমার চিন্তা আমার ঠোঁটে
আমার বাহুতে, আর শরীরের চামড়াতে ।
২| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:৩৮
তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো +++++
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
হাতুড়ে লেখক বলেছেন: বাহ!!!