![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
আমার জীবন মূর্খের মত
কালা বধিরের মত
আমার কপালে ছবি পাই আমি ভিন্নভাবে
আমি হাটলে মাটি কাপে!
চায়ের কাপে আমার সকালটা কাটে
বুকে আমার টানা শ্বাস আসে!
এ এক সাধারন বর্ণনা
এ বর্ণনা আমার পছন্দ নই
আমি বর্ণনা দিব ভিন্নভাবে-
একবার ছবি আঁকতে পারিনি
ভালো আঁকতে পারব বলে!
একবার দস্যু হতে পারিনি ভালো দস্যু হব বলে !
একবার চোর হতে পারিনি ভালো চোর হব বলে !
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত এত ইচ্ছা থাকতে হঠাৎ আপনার এমন ইচ্ছা হল কেন সেটাই ভাবছি !!
যাক, ভালো কবিতা সাজিয়েছেন। ভালো লাগলো।
শুভকামনা রইল।