![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
লিখি আমি আমার লিখন পদ্ধতিতে
পৃষ্ঠারা ওড়ে চলে
দীর্ঘদিন লিখতে লিথতে কলম আমার ক্লান্ত
আমার স্পষ্ট কথা
বাতাস কেটে আমার চলা
ঘন্টার মত দুলি
ফেরিয়ালা দৌড়ায়
হাটে এক বৃদ্ধ জিনিস বিক্রি করে
আমাকে মানুষের পোশাক পরতে হয়
আজ সবাই ঘরে যাবে
আমার মত হবে না
ঘরে যাবে স্বপ্ন নিয়ে
মাঝিরা ফিরে যাবে
নাবিক যাবে,কচ্ছপ যাবে,কুমির যাবে
নেশাখররা নেশা করবে
আমিও নেশা করি
আমার নেশা আলাদা
আমার চিন্তা শেষ হয় না
এই আমার নেশা
আজ রাতে ফিরে যাব না ঘরে
আমার ঘরে আপন কেউ নেই
তাদের সাথে কথা হবে
যারা আছে পথের ধারে ।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:৩৭
খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
আমি চির-দুরন্ত বলেছেন: দীর্ঘদিন লিখতে লিথতে কলম আমার ক্লান্ত আপনার কলম ক্লান্ত হওয়ার নয়। জাগিয়ে রাখুন শক্তি ।নাহলে আমরা বঞ্চিত হব ভালো কিছু থেকে। আমাদের বঞ্চিত করার অধিকার আপনার নেই। আগে আস্লাম।যদি এক কাপ চা দিতেন? খুশি হইতাম আর কি.।.।