![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
মানুষের খুলি পড়ে মানুষের ট্রাকের নীচে
মানুষেব গলা কাটে মানুষ নিজে
রাস্তাতে মানুষ হাটে
সে হাটার শব্দ আমার বাঁধে
এ পৃথিবীর প্রতিটি কাজে
আমার গলা কেটে পড়ে আছে
বাড়ীতে এলে আমার কাছে
আমার বুককে সে বুক টানে
আমার প্রতিটি নড়াচড়াতে
আমার মাথার খুলি যেন ফাটে!
ক্ষুধার্ত শিশু শুধু কাঁদে
আরেক রকম মানুষ
আরেক রকম ভাবে কাঁদে
আমার মনটা ভুলাতে
আমি আমার লাশ না দেখার
ভান করে
এ পোশাক বদলাব বলে আমি
আমি ঘুরি আরেক পোশাকের টানে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ রাত ১০:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর