![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
------------------
সেদিন আমার এক বন্ধু বলল যে
তোরতো আর কাজ নেই ,কি সব লিখিস!
ওগুলোতো কবিতা না, পাগলামি
ভাবলাম তর্ক করে আর কি হবে
সময় নষ্ট ,কথা না বলে অন্য কাজ করিগে
বউ বলল তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট
আমিও উল্টো বলতে গিয়ে থেমে গেলাম
ভাবলাম তর্ক করে কি হবে ,সময় নষ্ট
থাক অন্য কাজে মন দিইগে
মোটকথা তর্ক এড়িয়ে যাচ্ছি
সেদিন এক রিক্সাআলার সাথে ভাড়া নিয়ে
তর্ক হবার উপক্রম
থেমে গেলাম , তর্ক করে সময় নষ্ট করতে
রাজি না
মোট কথা মাথায় কিছু থাকলেতো তর্ক করব
গায়েও শক্তি নেই
কেউ কেউ তর্কে হেরে গেলে চোখ রাঙ্গিয়ে শোধ তোলে
আমি তাও পারি না
কেউ কেউ তর্কে জিতে গেলে গর্বে বুক ভরিয়ে ফেলে
আমি তর্কে জিতিও না , আর দু একবার যদি
ভাগ্রক্রমে জিতেও যায় তবু গর্ব করতে পারিনা
এখন এভাবেই চলছি, আগে থেকেই ধরে নিরাম
আপনারা যা বলবেন তাই-ই সঠিক
আমি ছোট মানুষ ,বুদ্ধিতে কাঁচা
সুতরাং চুপ করে মেনে নিলাম আপনার কথা
তর্ক করতে পারব না।
©somewhere in net ltd.