![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
---------------
ঐ বাড়ীর উঠানে আমার মন পড়ে থাকে
ঐ মেয়েটা কি এখনো বাড়ীর উঠানে বসে চুল বাঁধে?
বারান্দায় কি মেলা থাকে নতুন শাড়ী, সালোয়ার?
বালিশগুলো খোল কি পাল্টায়নিতো?
বিছানার লাল কভারটা কি এখনো পাড়া থাকে?
মেয়েটি এখনো হাসে কি?
আগের মত করে সে কি হাসতে পারে?
মেয়েটি কি এখনো সন্ধ্যে হলে পড়তে বসে
পড়তে পড়তে কি ঘুমিয়ে পড়ে?
বাড়ীতে উঠার সেই সিঁড়িতে বাড়ীর সবাই কি
সেই ভাবেই কি পা রাখে?
মেয়েটা কি সেভাবেই বাড়ীর সবার সাথে
কথা বলে?
মেয়েটা কি সেভাবেই সেজে থাকে?
মেয়েটা কি সেভাবেই চুলে সিঁথি কাটে?
কত করে বললাম –আমাকে আরেকটা বার সুযোগ দাও
মেয়েটার কথা আমার খুব মনে পড়ে
মেয়েটাও কি আমাকে মনে করে
কত করে বললাম সংসার ভাঙ্গার সিদ্ধান্ত নিও না
মেয়েটাও তেমনি ,মেয়েটার সাথে আর সংসার করা হল না
কত সখ করে মেয়েটার হাত দুটো ধরেছিলাম
যে কাগজে লিখে মেয়েটার আমার হাত ধরেছিল
আরেকটা কাগজে সই দিয়ে মেয়েটা আমাকে ছেড়ে দিল।
©somewhere in net ltd.