![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
পাহাড়ের ছেলে আরণ্যক
উচু পর্বত নদীর পাশে।
শহর ও সভ্যতার ছেলেরা
বইতে যা কিছু পড়ে
আরণ্যক সে দৃশ্য হাতে
স্পর্শ করে ও চোখে বন্দী করে রাখে।
আরণ্যক গায়ের ছেলে।
শহরের ছেলেরা তোমরা
পারবেনা তার সাথে।
১
আমার কবিতার খাতা আরণ্যক রাখালকে
নিয়ে সহজেই পথে হাটা পাশ কাটা
দেখা হয়েছিল তার সাথে মহাকালের পাতাতে
পুরানের পাতাতে পাহাড়ের ঢালুতে
মহাজজ্ঞের মহা আরণ্যক, মহাকালের আরণ্যক
লতাপাতায় লুটোপুটি খাওয়া
কেচো সাপ...
১
আরণ্যক রাখালের পায়ে দড়ি
হাতে সুতা বাধা
সময়ের সমদ্রে সে নিয়ম মাখা
হাতে তার ঘুড়ি
চলে আকাবাকা
টানলেই চলে আসে কাছে
তারুন্য মাখা
যেতে হবে মহাকাল
জবাবে ঢাকা
দ্বায়িত্ব কাধে নিয়ে রাখালের চলা
গরু বাছর বকরি তার আমানতে...
১
আরণ্যক রাখালের গল্প
পাহাড়ের উপরে অরন্যের মাঝে
স্বর্গের চাবি পেল প্রভূর ক্ষমতাতে
পেল সম্পদ বৃদ্ধির চাবি
জ্ঞান বৃদ্ধির চাবি
দুশ্চিন্তা দূরিকরণে চাবি
আর কল্যানের চাবি
সাত বছর ধ্যানে থেকে
পাহাড়ে সে দেখেছিল আলো
হাতে তার লাঠি , বকরির পাল
খোলা...
আমার নিলাভ তারুন্য
সূক্ষ বুদ্ধি গুন ও বৈশিষ্ট
এসবের রহস্য সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা একদিনও আমাকে
অন্যায়বাবে মানুষ হত্যা শেখায়নি
আমার আত্মজগতে আছে
যে প্রভূ
সে সুষ্টিকর্তা খুব দ্বায়িত্বশীল ও সুন্দর।
সুন্দরকরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
তোমার দ্বায়িত্বশীলতার মাঝে
আমি...
১
আমার ক্ষুদ্র গবেষণাগার
সূক্ষ বিচার জগৎ ও ধ্যান
হে আমার সৃষ্টিকর্তা আমাকে
বাঁচতে দাও ,বাঁচিয়ে দাও
তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম
বহুদিন আগে বৃদ্ধ বিধবা নারীকে
পথ পার করে দিয়েছিলাম
এত বিষয় থাকতেও...
আজ আমার ঘাড়ে টান লেগে গেছে
কথা বলব না বলব না বলে
বলা হয়ে যাচ্ছে
সময় অার অসময়
দয়া করেগো মুখের কথা কেড়ে নিও না
সূর্যদয়ের তুমি দিগন্তের তুমি শাশ্বত তুমি
আমার খাতা কলমের ওপর...
১
মুক্তির জায়গা থেকে ঘামের বুদবুদ
বিষ তৈরি হয়েছে অন্তরাত্মা থেকে
মেয়াদ উত্তর্ণ মেধা, পস্তাতে পস্তাতে
হাড় গেল প্রায় ফেটে , যাব যাব করে যায়নি প্রার্থনালয়ে
যাওয়া হয়নি, মাথা ধরে গেছে পাথরে বসে আছি
আমি ধ্যানে...
১
অজস্র পিতা, পিতাদের পিতা
অভাব মুক্তির পিতা
চোর ও ডাকাতের পিতা
পিতা সম্রাট ও মুকুটদের
পিতাদের এক রাজ্য
পিতারা মাথায় হাত দিয়ে ধ্যান করে
সন্তানের জন্য
আমার পিতা আমার পায়ে জন্মের পরে
নিয়ম রাজ্যের আংটি বেধে দিয়েছিল
সে আংটি...
১
আমার ডানদিকে ও বামদিকে
সামনে ও পিছনে
থাকতে পারে ধন দৌলত ও মুক্তো
আমি ধ্যান জ্ঞানের লোক
কবিতায় ঝড় ওঠলো
আমি কবিতার কলম পিতাদের হাতে
তুলে দিলাম
আমি পিতা ,আমার পিতাও পিতা,
সঙ্গে আমার পুত্র ,...
১
আমি ও আমার প্রভূ , প্রভূ সকলের
কল্পিত প্রভূ নন , আসল প্রভূ
প্রভূ কেমন হতে পারে
প্রভূর আচরন মানুষের সাথে
তা প্রকাশ করতে পারে
প্রভূর দৃষ্টি কোথায় থাকেন
প্রভূ আসলে কোথায় থাকেন
আমি গিয়েছিলাম এক ধ্যানে
বারবার...
১
বনের মাঝে বাঘের সাথে থাকা
ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হওয়া
গাছের উপরে ঘর বাধলাম ডালে
সেখান থেকে পড়ে যাওয়ার ভয়ে
আমি কার মুখোমুখি
আর কার আশ্রয় করলাম
মানবসভ্যতা ছেড়ে ,সে আমার বন
এখানে গর্তের ফাকে পাকে...
১
অস্পষ্টতা ও অন্ধকারের ধূপ
মূর্খেরা কলম কেড়ে নিল বুদ্ধিমানদের
আমি আমার কলম দিলাম ছুড়ে
প্রতিটি কলম এক একটি বন্দুকের গুলি
জঙ্গিবাদের বিরুদ্ধে। আমার প্রভূ আমাকে
মানব বিদ্বেষী হতে বলেনি। আমার ভাষা উচু
করার চেষ্টা...
১
আটকানো আবেগের গল্প, আমার পাপের কথা
বিশ্বাসের মাঝে ভ্রম আর ঘুন ধরা
অন্ধকারে চলাফেরা , হচট খাওয়া
দুশ্চিন্তার খুটির জোর বাড়ানো
টেবিলে চিন্তার বই, প্রতিটি পোশাকে সাক্ষ্য দেওয়া
অজ পাড়া গাও ,রাতে কুকুরের ডাক
রাতে...
১
আমার ডানদিকে ও বামদিকে
সামনে ও পিছনে
থাকতে পারে ধন দৌলত ও মুক্তো
আমি ধ্যান জ্ঞানের লোক
কবিতায় ঝড় ওঠলো
আমি কবিতার কলম পিতাদের হাতে
তুলে দিলাম
আমি পিতা ,আমার পিতাও পিতা,
সঙ্গে আমার পুত্র ,...
©somewhere in net ltd.